• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাকচাপায় পোশাক শ্রমিক নি'হত, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১১:৪৬
ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ
সড়ক অবরোধ

গাজীপুর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুন) সকালে আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, স্থানীয় আমবাগ এলাকায় ভাড়া থেকে স্থানীয় তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর। বুধবার (১৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে আমবাগ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অপর এক শ্রমিক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।

এই খবর পেয়ে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে এবং আমবাগ-সকাশ্বর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক জব্দ করা হলেও চালক ঘটনার পর পালিয়ে গেছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
X
Fresh