• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আগাম জোয়ারে চরাঞ্চলের বাদাম ক্ষেত পানির নিচে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ০৮:৫৯
আগাম জোয়ার আসায় চরাঞ্চলের বাদাম ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে
ছবি: আরটিভি নিউজ

আগাম জোয়ার আসার কারণে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার চরাঞ্চলের বাদাম ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে অপরিকত্ব বাদাম ক্ষেত থেকে তুলতে বাধ্য হচ্ছেন চরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা।

এদিকে বছরের বেশি সময় চরাঞ্চলের জমি পানির নিচে থাকে। ফলে স্বল্প সময়ের জন্য জেগে ওঠা এসব চরে লাভজনক ফসল হিসেবে বাদাম চাষ করে চাষিরা। প্রতি বছর ভালো ফলন ও দামও পান এখানকার কৃষকেরা। কিন্তু এ বছর লাভজনক এ ফসল চাষে অনেকটা লোকসান গুণতে হবে বলে মনে করছেন চরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা।

কৃষক কামাল উদ্দিন আরটিভি নিউজকে বলেন, অনেক আশা নিয়ে বাদাম চাষ করেছিলাম। কিন্তু পানি সবকিছু শেষ করে দিলো।

অন্যদিকে বাদাম চাষিদের ক্ষতির তালিকা করতে ইতোমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চৌহালী উপজেলায় এবছর ২ হাজার ৩ শ’ ৫১ হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh