• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শপিংব্যাগে মিললো ২০ হাজার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ২৩:১৭

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫।

আটককৃতরা হলেন- নাইট্যং পাড়ার মো. হাফেজ আহমদের ছেলে মো. ফয়েজুল ইসলাম (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিজা (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চৌকস একটি দল মাদকদ্রব্য পাচারের সংবাদ পেয়ে টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই নারী ও পুরুষকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের সাথে থাকা একটি শপিংব্যাগ তল্লাশি করে ২০ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবরে ওই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এমএন/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৪৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদককারবারি গ্রেপ্তার
X
Fresh