• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পানিতে ভেসে উঠল এসএসসি পরীক্ষার্থীর ম'রদেহ

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ১০:০১
পানিতে ভেসে উঠল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ
নিহত আজগর হোসেন তালুকদার

চাঁদপুরের হাইমচর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে তালকুদার বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ওই মরদেহ উদ্ধার করেন।

নিহত আজগর হোসেন তালুকদার (১৬) উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে। তিনি হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

প্রতিবেশীরা জানায়, আজগর কয়েকদিন জ্বরে ভুগছিল। তিনি খুবই অসুস্থ ছিল। বাড়িতে আজগরের মা-বাবা ছাড়া আর কেউ থাকে না। মা ক্যানসারে আক্রান্ত হয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় কেউ কেউ ধারণা করছেন, আজগর তাদের পুকুর পাড়ে লেবুগাছ থেকে লেবু ছিঁড়তে গিয়ে পানিতে পড়ে গেছে। কোনো কারণে হয়তো সে পানি থেকে উঠতে পারেনি।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু রহস্যজনক মনে হওয়ার কারণে মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh