• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১ জন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ০৯:২৯
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, নতুন রেকর্ড ৯১ শনাক্ত
ছবি: আরটিভি নিউজ

কুষ্টিয়া জেলা সদরের পৌরসভা এলাকায় চলমান ৭ দিনের কঠোর বিধিনিষেধ অনেকটা ব্যর্থতায় রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড ৯১ জন আক্রান্ত হয়েছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ২৪ ঘণ্টার বিবেচনায় এটিই সর্বোচ্চ শনাক্ত। আগের দিনের তুলনায় সংখ্যা ১শ বাড়িয়ে ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরেও বেড়েছে করোনার সংক্রামণ। ২৪ ঘণ্টায় সেখানে ১৭ জন করোনায় শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হলো।

আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, বেডের চেয়ে বেশি রোগী নিয়ে তারা হিমশিম খাচ্ছেন।

এদিকে পৌরসভা এলাকায় চলমান ৭ দিনের কঠোর বিধিনিষেধ এর আজ চতুর্থ দিনেও কুষ্টিয়ায় মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল আটকানো যায়নি। কোন ধরনের স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌরসহ বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না। পুলিশ শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রেকর্ডে ট্রেবলের পথে লেভারকুসেন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
‘বড় ছেলে’র নতুন রেকর্ড 
পটুয়াখালীতে ঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু
X
Fresh