• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে একদিনে আরও ১৯১ জন করোনা পজিটিভ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ০৮:৩০
নোয়াখালীতে একদিনে আরও ১৯১ জন করোনা পজিটিভ
ফাইল ছবি

নোয়াখালীতে নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে ১৯১ জন। ২৪ ঘণ্টায় ৫৬৯ জনের পরীক্ষা করে এ সংখ্যা পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ।

মঙ্গলবার (১৫ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সদর উপজেলায় ১২৫ জন, সূবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ২০ জন, সোনাইমুড়িতে ৩ জন, চাটখিলে ৬ জন, সেনবাগে ২ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন ও কবিরহাটে ৭ জন শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, এ নিয়ে জেলায় ৯২ হাজার ৮০৬ জনের পরীক্ষা করে মোট আক্রান্ত পাওয়া গেছে ৯ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১০ দশমিক ৬০ শতাংশ। জেলায় মোট মৃত্যু হয়েছে ১২৭ জন। মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, নোয়াখালী সদরে ৩ হাজার ৬৭৩ জন, সুবর্ণচরে ৪২২ জন, হাতিয়ায় ১৭৭ জন, বেগমগঞ্জে ২ হাজার ১৪ জন, সোনাইমুড়ীতে ৬৬৪ জন, চাটখিলে ৪৬২ জন, সেনবাগে ৫৫৮ জন, কোম্পানীগঞ্জে ৯৮৪ জন ও কবিরহাটে ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
X
Fresh