• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে বয়লার বিস্ফোরণ ঘটনায় মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৭, ১৫:৫০

দিনাজপুরে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত রিপনের স্ত্রী মদিনা বেগম মিল মালিক সুবল ঘোষসহ ৩ জনের বিরেুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম জানান, সোমবার সকালে এ মামলাটি করা হয়। বয়লার বিস্ফোরণ ঘটনায় এটিই প্রথম মামলা। মিল মালিক সুবলসহ কর্মচারি কমল ও একরামুলকে মামলায় আসামি করা হয়েছে।তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

এদিকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু পর অপর শ্রমিক দোলোয়ার হোসেনকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার উত্তর ভাবনীপুরে সোমবার দাফন করা হয়েছে। এই বাড়ির দগ্ধ ৪ জনের মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য মিল মালিককে দায়ী করে বিচার এবং ক্ষতিপুরণ দাবি করেছেন।

বিস্ফোরিত যমুনা অটো মিলের বয়লার অপারেটর সফিকুল জানান, বয়লারে আগে থেকেই ত্রুটি ছিল। ত্রুটির বিষয়টি মালিককে একাধিকবার জানানো হলেও মালিক গুরুত্ব দেননি।

এদিকে দেলোয়ারের মরদেহ দাফনের পর মিল মালিকের বিচার ও হতাহত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপুরণে দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh