• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পরকীয়ায় ৩ খুন: আদালতে এএসআই সৌমেন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ১৫:০৭
পরকীয়ায় ৩ খুন: আদালতে এএসআই সৌমেন
আদালতে এএসআই সৌমেন

কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে খুনের মামলার আসামি বহিষ্কৃত এএসআই সৌমেন রায়কে আদালতে নেয়া হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুর ১টার দিকে তাকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের আদালতে নেয়া হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেবেন বলে জানা গেছে। এর আগে কুষ্টিয়ার ডিবি কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শহরের পিটিআই সড়কের মুখে আসমা, শাকিল ও রবিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সৌমেন। এ ঘটনায় পুলিশ আসমার স্বামী এএসআই সৌমেন রায়কে পিস্তলসহ আটক করে। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার আসপা গ্রামে।

এদিকে এএসআই সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৩ জুন) বিকেলে তাকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় খুলনা রেঞ্জ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা রেঞ্জের দুজন পুলিশ কর্মকর্তাসহ কুষ্টিয়ায় এক পুলিশ কর্মকর্তাকে তদন্ত কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার (ওসি-তদন্ত) নিশি কান্তা সাহা জানান, আদালতে ১৬৪ ধারায় সৌমেনের জবানবন্দী গ্রহণ করা হবে। একইসঙ্গে তার রিমান্ডের আবেদনও করা হতে পারে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
আদালতে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের মামলা
তীব্র গরমে আদালতে পরতে হবে না কালো কোট-গাউন
আদালতের নির্দেশ না মানায় পিএসসি চেয়ারম্যানকে নোটিশ
X
Fresh