• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে ক'রোনায় তিনজনের মৃ'ত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১২:১৪
টাঙ্গাইলে করোনায় তিনজনের মৃত্যু
ফাইল ছবি

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও একজনের বাড়ি কালিহাতী উপজেলায়। গত ২৪ ঘন্টায় ৭১টি নমুনা পরীক্ষায় জেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার (১৩ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে দেলদুয়ার উপজেলায় সাতজন, কালিহাতীতে পাঁচজন, ঘাটাইলে দশজন ও গোপালপুরে একজন নিয়ে মোট ২৩ জনের করোনায় আক্রান্ত।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩১২ জন। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৯৫ জন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৫১ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০ জন।

বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৪ জন ও জেনারেল বেডে ১৭ জন নিয়ে মোট ২১ জন চিকিৎসাধীন রয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
X
Fresh