• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ২০:৫৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (১২ জুন) সন্ধ্যার পরও যানজট দেখা গেছে। এ সময় যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পুলিশ জানায়, মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। এছাড়া সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। মহাসড়কে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলায় দুপুর থেকে গোড়াই এলাকায় যানজট শুরু হয়।

আরও পড়ুন...শাহজালাল মাজারে ওরস হবে না

যাত্রীরা জানান, যানজট মহাসড়কের গোড়াই এলাকার উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্ডারপাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। ঢাকা ও টাঙ্গাইল হতে আসা যানবাহনগুলো ৮০-৯০ কিলোমিটার গতিতে আসলেও গোড়াই এলাকায় এসে গতি থেমে যাচ্ছে। এছাড়া যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোবাইল ফ্ল্যাশলাইটের ফাঁদ
X
Fresh