• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৬

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৭:২৮
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৬
দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ড এলাকায় একই স্থানে মানববন্ধন আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ প্রায় ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (১২ জুন) ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৮টি মোটরসাইকেল ও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

পুলিশ সূত্র জানায়, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা বীর মুক্তিযোদ্ধা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তি করায় মাদারীপুরে বেশ কিছুদিন ধরে মানববন্ধন করছেন তার সমর্থকরা। পরে শনিবার (১২ জুন) কটূক্তিকারী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার পদত্যাগের দাবিতে মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ড এলাকায় মানববন্ধন আয়োজন করে শাজাহান সমর্থকরা।

এদিকে একই স্থানে শাহাবুদ্দিন মোল্লার সমর্থকরা মানববন্ধন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ৮টি মোটরসাইকেল ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশসহ প্রায় ১৬ জন আহত হন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের আলোচনাসভা আজ
জাতির পিতার  জন্মদিনে  আওয়ামী লীগের কর্মসূচি 
সাদি মহম্মদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
রমজানে দরিদ্রের প্রতি আওয়ামী লীগের সহানুভূতি ও বিএনপির ইফতারের রাজনীতি
X
Fresh