Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৩:৪৩
আপডেট : ১২ জুন ২০২১, ১৪:০৯

মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ'ত্যু

মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি

সিরাজগঞ্জে পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে ওই মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, শনিবার সকালে শাহেদ নগর বেপারীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে সাজিদের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত সাজিদের পাশে তারের সঙ্গে প্লাস লাগানো ছিল।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS