Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৩:৪০
আপডেট : ১২ জুন ২০২১, ১৪:০০

নাফ নদীতে তিন লা'শ

নাফ নদীতে তিন লাশ
ফাইল ছবি

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরের আঘাতের কোনও চিহ্ন নেই। তারা প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতরা রোহিঙ্গা নাগরিক হতে পারে। নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন, শনিবার বেলা ১২টায় নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশের প্রাথমিকভাবে ধারণা নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুই জন শিশু ও একজন নারী।

আব্দুল আলীম বলেন, শনিবার বেলা ১২টার দিকে নাফ নদীর টেকনাফের মৌলভীবাজার পয়েন্টে ভাসমান অবস্থায় ৩ জনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই।

তদন্ত ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নদী সাঁতরিয়ে পারাপারের সময় তাদের মৃত্যু হয়েছে।

উদ্ধার করা মরদেহ তিনটি এখনো মৌলভীবাজার পয়েন্টে নাফ নদীর পাড়েই রয়েছে বলে জানান আলীম।

ওসি জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS