• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১০:৪০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

রাতে যানবাহন চলাচলের চাপ, অসমতল নলকা সেতু ও মহাসড়কে চারলেনের কাজ চলমান থাকার কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সেতু গোলচত্বর থেকে হাটিকমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটার সড়ক জুড়ে আজও যানবাহন চলাচলে ধীরগতি এমনকি দফায় দফায় যানজট লেগে যাচ্ছে।

শনিবার ভোর রাত থেকে লাগা এ ধীরগতি ও যানজট এখনও রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সমস্যা সমাধানে কাজ করছে হাইওয়ে ও সেতু থানা পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, অসমতল নলকা সেতু ও মহাসড়কে চারলেনের কাজ চলমান থাকায় যানবাহন গুলোকে ধীরগতিতে চলতে হয়। আর ধীরগতিতে চলার পাশাপাশি রাত্রিতে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরে সে ধীরগতি যানজটে পরিণত হয়। তবে যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশা করেন তারা।

কামারখন্দ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়