• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অদ্ভুত মুখাকৃতির নবজাতকের জন্ম

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১১:৪৫
অদ্ভুত মুখাকৃতির নবজাতকের জন্ম
ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই, মুখের আকার বিকৃত, মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। অভিভাবকরা প্রথমে অস্বাভাবিক শিশুটিকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেও পরে রাজি হন।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভোলা জেলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফরেট স্ত্রী মুন্নী বেগম শিশুটির জন্ম দেয়।

হাসপাতালের এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে বলেন, বিকৃত মুখমন্ডলের শিশুটি যখন ভূমিষ্ট হয় তখন তারা আতঙ্কিত হয়ে পড়লেও নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। প্রথমে অভিভাবক শিশুটি গ্রহণে অস্বীকৃতি জানালে অনেক বোঝানোর পর তারা শিশুটিকে গ্রহণ করেন।

তিনি আরও বলেন, শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। শিশুটিকে বর্তমানে নবজাতক ওয়ার্ডে মা মুন্নী বেগম লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এমআই।এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসার চিকিৎসায় নতুন ট্যাবলেট আনছে ভারত, দাম হাতের নাগালেই
সব মাধ্যমিক স্কুলে ‘অভিভাবক শিক্ষক সমিতি’ গঠনের নির্দেশ, কাজ কী?
শাসন করায় শিক্ষককে হাসপাতালে পাঠাল ছাত্র-অভিভাবক
অল্প বয়সে বিয়ে নিয়ে অভিভাবকদের যা বললেন শায়খ আহমাদুল্লাহ
X
Fresh