• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৪ ঘণ্টার আ'গুনে পু'ড়ল চারটি ঝুটের গুদাম

টঙ্গী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১১:০৯
৪ ঘণ্টার আগুনে পুড়ল চারটি ঝুটের গুদাম
ফাইল ছবি

টঙ্গীতে মিলগেট এলাকার অলিম্পিয়া মিলের ভেতরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় একটি ঝুটের গুদামে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা অপর গুদামে ছড়িয়ে পড়ে। ৮ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর দুইটি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা তিন জোনের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। গুদামের ভেতরে কোথাও কোথাও আগুন আছে, তবে তা আর বাড়বে না। ফায়ার সার্ভিসের লোকজন গুদামের ভেতরে ড্যাম্পিংয়ের কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
X
Fresh