• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আলুর বস্তায় ফেনসিডিল

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৪:২৫
আলুর বস্তায় ফেনসিডিল
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ফেনসিডিল পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ জুন) রাত ৮টার সময় উপজেলার অবসর মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী বিরামপুর পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়া) গ্রামের মোকছেদ আলীর ছেলে সায়েদ আলী (৪০)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গতকাল বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দু’জন মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে মাদক নিয়ে বিরামপুর শহরের অবস্থান করছে। পরে সেখানে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করলে একজন পালিয়ে যায় এবং সায়েদ আলী নামে এক জনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা আলুর বস্তার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পরে আটককৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ বৃহস্পতিবার (১০ জুন) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিমায়িত ফেনসিডিল উদ্ধার, যা বলল পুলিশ
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
মরিচের বস্তায় মিলল গাঁজা
X
Fresh