• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে ক'রোনায় আক্রান্ত ৮৭ জন, শ'নাক্তের হার ২১ দশমিক ০১

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১২:৩৬
নোয়াখালীতে করোনায় আক্রান্ত ৮৭ জন, শনাক্তের হার ২১ দশমিক ০১
ফাইল ছবি

নোয়াখালীতে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৭ জনের শরীরে। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩৭৭ জন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। গত-দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে ৭ জনের। নতুন শনাক্তের হার শতকরা ২১ দশমিক ০১।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩টি ল্যাবে ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২৭ জনের ফলাফল নেগেটিভ ও ৮৭ জনের পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪৬, সুবর্ণচরে ২, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ২০, সোনাইমুড়ীতে ১০, কোম্পানীগঞ্জে ৫ ও কবিরহাটে ২ জন রোগী রয়েছে।

তিনি আরও জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত ৯৩৭৭ জন। যার মধ্যে মারা গেছেন ১২৫ রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২২৩৯ জন আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন রোগী।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh