• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উচ্ছে চাষে ফুটেছে কৃষকের মুখে হাসি

আরটিভি অনলাইন রিপোর্ট, নড়াইল

  ২৩ এপ্রিল ২০১৭, ২০:০৪

নড়াইলের লোহাগড়ায় উচ্ছের ফলন ভালো হওয়ায় মুখে হাসি ফুটেছে কৃষকদের। নলদীতে শুষ্ক মৌসুমে অনাবাদী পড়ে থাকা জমিতে উচ্ছে চাষ করেছেন ২৩টি গ্রামের চাষিরা।

কম খরচে ফলন বেশ ভালো হওয়ায় বেশ খুশি সেখানকার চাষিরা। এতে প্রায় ২০ হাজার কৃষক পরিবারে আর্থিক সচ্ছলতা এসেছে। এই উচ্ছে তোলায় কাজ করছেন স্থানীয় অনেক নারী পুরুষ।

প্রতিদিন মাঠেই ৫০টি জায়গায় উচ্ছে বেচাকেনার পাইকারি বাজার বসে। স্থানীয় চাহিদা মিটিয়ে উচ্ছে চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। পরে ব্যবসায়ীরা উচ্ছে নিয়ে যান যশোর, ঝিনাইদহ, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলায়।

কৃষকরা জানান, এ অঞ্চলের অনেকেই এখন উচ্ছে চাষ করে। ভালো ফলনে সবাই খুশি। বাইরের ব্যাপারীরা এখান থেকেই পাইকারি দরে উচ্ছে কিনে নেন।

অন্যান্য সবজি ও ফসলের তুলনায় কম খরচে আবাদ সম্ভব বলে কৃষকেরা উচ্ছে চাষে ঝুঁকেছেন। মাত্র তিন থেকে চারবার সেচ দেয়া লাগে। খুব বেশি সার ও কীটনাশকের দরকার হয় না।

কর্মকর্তারা জানান, উচ্ছে চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় চাষিরা উচ্ছে চাষে বেশি আগ্রহই। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh