• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়তে বেরিয়ে এলো হাড়গোড়

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৮:২৪
গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়তে বেরিয়ে এলো হাড়গোড়

দিনাজপুরের বিরামপুরে মাটির নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাংস পচা হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করে পুতে রাখা হয়েছে।

বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের বন্ধন আর্দশগ্রাম এলাকায় বুধবার (৯ জুন) বিকেল ৩টায় বন বিভাগের জায়গা থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বনের জমিতে বেশ কয়েক জন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিল। সে সময় সেখানে একটি মানুষের পচা হাড় দেখতে পান তারা। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহের হাড়গোড় উদ্ধারের কাজ শুরু করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন তাকে হত্যা করে এখানে মাটি চাপা দেয়া হয়েছিল। মরদেহ শনাক্ত করার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে লাশটি শনাক্তের জন্য কাজ করবেন। তারপর আইনি অন্য পদক্ষেপ নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh