• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভাই-বোন পরিচয়ে ফ্ল্যাটে থাকা তরুণ-তরুণী ধরা খেলেন

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৫:১৪
ভাই-বোন পরিচয়ে ফ্ল্যাটে থাকা তরুণ-তরুণী ধরা খেলেন
নিহত নাজিম আহমদ রাবিদ

সিলেটে নাজিম আহমদ রাবিদের মৃত্যুর ঘটনায় ভাই-বোন পরিচয়ে ফ্লাটে থাকা দুই তরুণ-তরুণীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার এবিএম আশরাফুল্লাহ তাহের।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহনিয়া বেগম, তার কথিত ভাই আকবর ও ইয়ামিন।

মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার এবিএম আশরাফুল্লাহ তাহের জানান, সোমবার (৭ জুন) রাতে ওই ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় খুনের মামলা করেন নিহতের চাচা আলাউদ্দিন আনোয়ার। মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সিলেট নগরীর কাজিটুলাস্থ চৌধুরী ভিলা নামে ৫ তলা ভবনের পঞ্চম তলার বি/৫ ফ্ল্যাটটি খালাতো ভাই-বোন পরিচয়ে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরের সঙ্গে বাসা ভাড়া নেন রাবিদ। সেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন।

মৃত্যুর পর নাজিমের থাকার কক্ষ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই তরুণী-তরুণী তার খালাতো ভাই-বোন নন বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে সোমবার (৭ জুন) সকালে মারা যান নাজিম। ৫ তলা থেকে পড়ে মারা গেছেন বলে দাবি করেন তার ফ্ল্যাটের লোকজন। তবে এটি খুন বলে দাবি স্বজনদের।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
X
Fresh