• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোংলা পোর্ট পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৪:৫৭
মোংলা পোর্ট পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ
ফাইল ছবি

করোনার সংক্রমণ বাড়ায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত সময়ে পৌর এলাকায় সব ধরনের গণপরিবহন, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ, খেয়া পারাপার বন্ধ থাকবে।

আজ বুধবার (০৯ জুন) দুপুরে জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত কথা জানায় জেলা প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী শুধু জরুরি প্রয়োজনে খাবার হোটেল থেকে পার্সেল নেওয়া যাবে। কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি যেন ঠিক ভাবে পালন করা হয় এর জন্য পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা মাঠে থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন চারজন। সংক্রমণের হার ৪৪ শতাংশ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ১৫ দিন ধরে জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকহারে বেড়েছে। মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সব থেকে বেশি। ফলে সংক্রমণের হার কমাতে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh