Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১১:৫৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১১৪ জন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১৪ জন
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

বুধবার (৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৬৩২ জন।

জিএম

RTV Drama
RTVPLUS