• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা

আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৮:৩৭
ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা
ছবি: সংগৃহীত

সিলেটে ভূমিকম্পে একটি স্কুলের ভবনে ফাটল দেখা দেওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে গত সোমবার (৭ জুন) সন্ধ্যায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।

জানা যায়, নগরের বন্দরবাজারস্থ রাজা জিসি হাইস্কুলের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত বদর উদ্দিন আহমদ কামরান ভবন-এ ফাটল দেখা দেয়। ফাটলের খবর পেয়ে দুপুরে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, ভূমিকম্পে ফাটল হওয়া কামরান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন তৈরি করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
X
Fresh