• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেপালে তিন ট্রাক সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ২২:১৭
নেপালে করোনার সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ
নেপালে করোনার সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

প্রতিবেশী দেশ নেপালে করোনাভাইরাসে আক্রান্ত জনগণের জন্য উপহার হিসেবে তিন ট্রাক ওষুধ ও সুরক্ষা সামগ্রী প্রেরণ করেছে বাংলাদেশ। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে ওই ট্রাক তিনটি নেপালের উদ্দেশ্যে যাত্রা করে।

সুরক্ষা সামগ্রী হিসেবে কোভিট-১৯ আক্রান্ত জনগণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার ও বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নেপালে কোভিড-১৯ এ আক্রান্ত জনগণের উপহার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তিন ট্রাক ওষুধ ও সুরক্ষা সামগ্রী পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পরিদর্শক নজরুল ইসলাম জানায় রোববার (৬ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল থেকে নেপালে করোনায় জনগণের সাহায্যার্থে তিন ট্রাক জরুরি সুরক্ষা সামগ্রী বাংলাবান্ধা স্থলবন্দর পৌঁছায়।

সোমবার (৭ জুন) বেলা ১১ টায় ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালের উদ্দেশ্যে রওয়ানা করে তিনটি ট্রাক।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
X
Fresh