• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বজ্রপাতের আতঙ্কে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ২১:০৮
বজ্রপাতের আতঙ্কে কিশোরের মৃত্যু
ফাইল ছবি

নওগাঁর সাপাহারে বজ্রপাতে আতঙ্কিত হয়ে গাছ থেকে পড়ে হোসেন আলী (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং সদর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে।

নিহত হোসাইন পোরশা উপজেলার কোচপুর (তলাপাড়া) গ্র্রামের আব্দুল মজিদের ছেলে ও শাহাবাজপুর মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র

আরও পড়ুন...হেফাজতের পদ প্রত্যাখ্যান শফীপুত্রের

নিহতের আত্মীয়রা জানান, সোমবার (৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে হোসাইন তার নানা বাড়ি শাহাবাজপুর গ্রামে আরও কয়েকজনের সাথে গাছে উঠে জাম পাড়ছিল। এমন সময় বজ্রপাতে পাশের এক গাছ ভেঙে পড়ে। এতে ভয় পেয়ে গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই কিশোর।

তাকে উদ্ধার করে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে মরদেহ তদন্তকালে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক বলেন, প্রাথমিক অবস্থায় নিহত কিশোরের দেহে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এখনো পর্যন্ত থানায় কোনো অপমৃত্যুর মামলা হয়নি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
X
Fresh