• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁ বাড়ল চালের দাম 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৩:৫৪
নওগাঁও বাড়ল চালের দাম 
নওগাঁও বাড়ল চালের দাম 

এক সপ্তাহের ব্যবধানে নওগাঁ খুচরা ও পাইকারি চালের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানান, ধানের দাম বেশি হওয়ার কারণে চালের বাজারে এর প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরা আরও জানিয়েছে, নওগাঁ পৌর বাজারে চাল ভেদে কেজি প্রতি ৩-৪ টাকা বেড়েছে। পাইকারি চাল ব্যবসায়ীরা বস্তা প্রতি ৫০-১০০ টাকা বৃদ্ধি করার কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। অপরদিকে সাধারণ দিন মজুররা চালের দাম বেশি হওয়ার কারণে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

তারা জানান- নওগাঁয় লকডাউন চলার কারণে কাজ কর্ম সব বন্ধ থাকায় এমনিতেই অনেক দুর্ভোগে দিন যাপন করছি। তার উপর চালের দাম বেশি হওয়ায় কারণে এখন অনেক টাই বিপাকের মধ্যে রয়েছি।
বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন যাপন করছেন তারা।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্থির চালের বাজার
হিলিতে আলু আমদানি স্বাভাবিক, খুচরা বাজারে বেড়েছে দাম
১৬০০ টাকার এলাচ বিক্রি ৩১০০ টাকায়!
প্রতি ইউনিটে যত বাড়ল বিদ্যুতের দাম
X
Fresh