• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় বীরশ্রেষ্ঠদের নামে হতে যাচ্ছে গুচ্ছগ্রাম

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ০৯:৩০
নেত্রকোনায় বীরশ্রেষ্ঠদের নামে হতে যাচ্ছে গুচ্ছগ্রাম
নেত্রকোনায় বীরশ্রেষ্ঠদের নামে হতে যাচ্ছে গুচ্ছগ্রাম

বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর রহমানের’র নামে হাওর অঞ্চল নেত্রকোনার খালিয়াজুরীতে আট একর জমিতে তৈরি করা হবে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম। প্রকৃতির মনোরম পরিবেশে গুচ্ছগ্রামের জন্য জায়গা খুঁজে বের করে সীমানা নির্ধারণ করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সদরের কাছেই লক্ষ্মীপুর গ্রামের প্রস্তাবিত গুচ্ছ গ্রামটিতে ভূমিহীনদের আবাসন ছাড়াও গড়ে তোলা হবে হিজল ও করচ বাগান। যা প্রাকৃতিক সৌন্দর্য বয়ে আনবে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম বলেন, মুক্তিযোদ্বারা যদি তাদের বুকের তাজা রক্ত দেশের জন্য উৎসর্গ না করতো তাহলে আমাদের এই দেশটা স্বাধীন হতো না। আমাদের পরাধীন অবস্থায় থাকতে হত। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আগামী প্রজন্মের কাছে পরিচিত করতে হবে বীরমুক্তিযোদ্বাদের। তাই আমাদের এবারের সিদ্বান্ত সরকারের দেওয়া আশ্রয়হীনদের আশ্রায়ন প্রকল্প হবে বীরশ্রেষ্ঠদের নামে।

অনেক পর্যালোচনার পর বীরশ্রেষ্ঠদের নামে গুচ্ছ গ্রামের নাম প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাব গৃহীত হলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর রহমানের’র নামে গুচ্ছ গ্রামটিতে ১৬০ টি পরিবারের আবাসন ব্যবস্থা হবে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।

সরকারের পতিত আট একর ভূমি। ৭ শতক করে ভূমি বরাদ্দ পাবে প্রতিটি পরিবার। সোমবার (২৪ মে) লক্ষ্মীপুর গ্রামের প্রস্তাবিত গুচ্ছগ্রাম পরিদর্শন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. আব্দুর রহমানসহ প্রমুখ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মিনারের স্থপতিকে কেউ স্মরণ করেনি
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মিশরী তরুণী নুরহান
X
Fresh