Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

প্রেমের টানে বাংলাদেশে আমেরিকার জিইনাবচন, বিয়ে করলেন কামালকে

প্রেমের টানে ছুটে এসে কামালকে বিয়ে করলেন আমেরিকার জিইনাবচন
কামাল ও জিইনাবচন

মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে প্রেমের টানে জিইনাবচন ছুটে এলেন চাঁদপুরে। শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে জিইনাবচনের সাথে বিবাহ সম্পন্ন হয়।

এদিকে শনিবার (৫ জুন) দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেনের সাথে আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক এই বিয়ে সম্পন্ন হয়।

এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়। এজন্য আমাদের দোয়া করবেন।

এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি না গেলেও ঘটনাটির বিষয়ে অবগত আছি।

এছাড়াও এ ঘটনায় এলাকায় শুধু ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। একই সঙ্গে তাদেরকে এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমিয়েছেন শুধুমাত্র প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ছুটে আসা প্রেমিকা জিইনাবচনকে দেখার জন্য।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS