• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বউ সাজাতে দেরি হওয়ায় শ্বশুর বাড়িতে ব্যাপক সংঘ’র্ষ, আহত ১২

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৬:৩৫
বউ সাজাতে দেরি হওয়ায় শ্বশুর বাড়িতে ব্যাপক সংঘর্ষ, আহত ১২
কনের শ্বশুর বাড়ি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে শ্বশুর-বাড়িতে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কন্যাপক্ষের মধ্যে মারধরের ঘটনায় আহত হয়েছেন প্রায় ১২ জন। শুক্রবার (৪ জুন) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৪ জুন) দুপুরে কন্যাপক্ষের লোকদের খাবার শেষে কনেকে সাজাতে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় উভয়পক্ষের ১১ থেকে ১২ জন আহত হন।

এলাকাবাসী জানান, প্রায় দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সঙ্গে পার্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুই দিন পর শুক্রবার (৪ জুন) কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, মেয়েদের বাড়িতে থেকে ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫০ জনের বেশি। এ নিয়ে বরপক্ষ মনক্ষুন্ন ছিল।কনেকে প্রস্তুত করতে দেরি হলে কন্যাপক্ষ উত্তেজিত হয়। পরে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা হয়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী-স্ত্রীকে নিয়ে গেছেন মেয়ে পক্ষ।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরকারি আনতে দেরি হওয়ায় মাকে গলা কেটে হত্যাচেষ্টা
মিয়ানমারে আরাকান আর্মি-সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষ, বহু হতাহত
বিমান ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে যাত্রীর ঘুষি
X
Fresh