Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড
ফাইল ছবি

নোয়াখালীতে নতুন করে গেল ২৪ ঘণ্টায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালী জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ এটি।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫৪ জনে। এর মধ্যে সদরের ৩ হাজার ২০৫ জন, আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৮৪৯ জন।

তবে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

শনিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৬৫ জন, সুবর্ণচরের ৭ জন, বেগমগঞ্জের ১৭ জন, সোনাইমুড়ীর ১১ জন, হাতিয়ার ২ জন, চাটখিলের ২ জন, সেনবাগের ৯ জন, কোম্পানীগঞ্জের ১০ জন ও কবিরহাট উপজেলার ৪ জন।

তিনি আরও জানান, করোনায় নোয়াখালীতে এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদরের ২৩ জন, আর বিভিন্ন উপজেলার ১০০ জন রয়েছেন।

শুক্রবার (৪ জুন) বিকালে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে আজ শনিবার (৫ জুন) থেকে আগামী শুক্রবার (১১ জুন) পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS