• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রে'প্তার 

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১৫:৪২
অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার 
গ্রেপ্তারকৃত আসামিরা

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ জুন) দুপুরে র‌্যাব- ৯ এর হবিগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডার মেজর সৌরভ মো. অসীম শাতিল।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২১ এপ্রিল সিএনজি অটোরিকশা চোর-চক্রের প্রধান মো. আবু তালেবকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এরপর ৩ জুন মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শামসু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এদিকে র‌্যাব জানিয়েছেন তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার
ইরানে ‘শয়তানবাদ’ প্রচারের দায়ে গ্রেপ্তার ২৬১
বসুন্ধরা সিটির আতঙ্ক সাগর গ্রেপ্তার
X
Fresh