Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১৪:৩৬
আপডেট : ০৪ জুন ২০২১, ১৪:৫৬

আম বাগানে মেয়েটিকে ধ'র্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে'প্তার

আম বাগানে মেয়েটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার (২ জুন) উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তারকৃত আব্দুর রব মিয়াজীকে (৬০) উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, শিশুটি বুধবার (২ জুন) দুপুরে সন্তোষপুর গ্রামের তার খালাবাড়ি থেকে নানাবাড়িতে যাচ্ছিল। পথে আব্দুর রব মিয়াজী তাকে কৌশলে ডেকে নিয়ে পাশের একটি আম বাগানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শুক্রবার (৪ জুন) দুপুরে প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার (৪ জুন) দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

জিএম

RTV Drama
RTVPLUS