• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে তলিয়ে গেছে জমির ধান, কৃষকের হাহাকার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জে

  ২২ এপ্রিল ২০১৭, ১৯:২২

হবিগঞ্জে অকাল বন্যা আর গেলো দুদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে ৩৫ হাজার হেক্টর জমির ধান। ফলে কৃষকদের মধ্যে চলছে হাহাকার। যেটুকু জমি বাকি আছে বন্যার আতঙ্কে আধপাকা ধান কাটতে শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকরা।

হবিগঞ্জ জেলায় চলতি বছরে ১ লাখ ১৬ হাজার ৫১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল বোরো ধানের। কিন্তু চৈত্রের শেষে অকাল বন্যা, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার গুঙ্গিয়াজুরি হাওর, গণকির হাওর, ভরগাও হাওরসহ ৩৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ফলে ক্ষতির মুখের পড়েছেন হাজারো কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বর্ষণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যেকোনো সময় বন্যায় তলিয়ে যেতে পারে সে ভয়ে বাকি জমি থেকে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন তারা।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান জানান, কৃষকদের ক্ষতির বিষয়টি মনিটরিং করা হচ্ছে। তাদের সব ধরনের সাহায্য করা হবে।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh