• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মা ও ছেলেকে কামড়ালো শিয়াল 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ০৮:৫৬
মা ও ছেলেকে কামড়ালো শিয়াল 
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে শিয়ালের কামড়ে আহত হয়েছেন মা ও ছেলে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডলি খাতুন (২৫) ও জিহাদ (৫) লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী ও ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে ডলি খাতুন এবং তার ছেলে জিহাদ বাড়ির পাশে নদীর ধারে ধঞ্চের পাতা কাটতে যান। হঠাৎ করেই একটি শিয়াল এসে পাগলের মতো ছোটাছুটি করে তাদের কামড়াতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে লালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক শামিম উজ্জামান বলেন, আহত মা ও ছেলের চিকিৎসা চলছে।

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পার্টির আগে ত্বকের মলিনতা দূর হবে এই ফেশিয়ালেই
এআই দিয়ে ভক্তদের চমকে দিলেন অমিতাভ
‘মিল মালিকরা শিয়ালের চেয়েও ধূর্ত’
X
Fresh