• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘গ্রিক মূর্তি না সরালে ইসলামী দলগুলো আন্দোলন করবেই’

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২২ এপ্রিল ২০১৭, ১৮:২৪

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক মূর্তি বসানোয় তা ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মূর্তি থাকা ঠিক না। কী কারণে সেখানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হলো তা বোধগম্য নয়। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে রংপুরের নিজ বাসায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এরশাদ বলেন, মূর্তি না সরালে ইসলামী দলগুলো তো আন্দোলন করবেই। আমি মনে করি ওই মূর্তি সরিয়ে ফেলা দরকার।

জাপা’র এ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই, তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। চুক্তি বাস্তবায়ন নিয়ে মোদি সরকার আন্তরিক। তাই যেকোনো সময় এ চুক্তি বাস্তবায়ন হতে পারে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরশাদ আরো বলেন, বিএনপি যতই হুমকি-ধামকি দিক না কেন আগামি সংসদ নির্বাচনে তাদের অংশ নিতেই হবে। নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh