• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারে বাঁধা দেয়ায় শিক্ষক লাঞ্ছিত

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ২০:৩৫

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পি. সি. উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় শিক্ষকদের লাঞ্ছিত করেছে কতিপয় শিক্ষার্থী। এতে প্রধান শিক্ষকসহ ওই স্কুলের ১০ শিক্ষক আহত হন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস (৫৩) ও সহকারি শিক্ষক বনানী রায়কে (৩৫)হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার আগেই নিষিদ্ধ ছিল। ১৪ আগস্ট নবম শ্রেণির শিক্ষার্থী জামিল মীনা ওরফে জনি মোবাইল ফোন নিয়ে ক্লাসে যায়। প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস ক্লাস পরিদর্শনকালে ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন দেখে সেটা উদ্ধার করে শ্রেণি-শিক্ষকের কাছে রাখেন। স্কুল ছুটির পর ফোনটি তাকে ফিরিয়ে দেয়ার কথা বলেন।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে জনির নেতৃত্বে ১৪-১৫ জন উলপুর বাসস্ট্যান্ডে শিক্ষকদের ওপর হামলা চালায়।

প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস বাদী হয়ে ওই ছাত্রসহ ১০ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh