• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মা-মেয়ে দগ্ধ

অনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল ২০১৭, ১০:৩৬

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের ছোড়া এসিডে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার ইদুলপুর ইউনিয়নের তরফ সাদুল্লা গ্রামে এই ঘটনা ঘটে।

এসিড দগ্ধরা হলেন তরফ সাদুল্লা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম( ৪৮) এবং তার মেয়ে সুমি আক্তার(২৫) । তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, আহত মা ও মেয়ে রাতে বাড়ির উঠোনে বসা ছিলেন। এরপর প্রকৃতির ডাকে সারা দিতে তারা বাড়ীর পিছনে যান। সেখান থেকে ফেরার পথে পেছন থেকে দূর্বৃত্তরা তাদের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে মা-মেয়ে এসিড দগ্ধ হয়। পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো বলেন, আহতরা দুর্বৃত্তদের চিনতে পারেনি। তবে অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সজিব কুমার বলেন, আমরা আহত মা-মেয়ের চিকিৎসা দিচ্ছি।

তিনি আরো বলেন, রশিদা বেগমের হাত, পিঠ ও পায়ে ১০ ভাগ ও মেয়ে সুমীর চার ভাগ পুড়ে গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh