• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অন্তু হত্যা মামলায় এক জনের ফাঁসি, দু’জনের খালাস

আরটিভি অনলাইন রিপোর্ট, নাটোর

  ২০ এপ্রিল ২০১৭, ২১:১৯

নাটোরে স্কুলছাত্র অন্তু হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দু’জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।

সদর উপজেলার হালসা গ্রামের আকবর আলীর ছেলে আশরাফ আলীকে ফাঁসি এবং মহসিন আলীর ছেলে শাহজাহান আলী ও সোলেমান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে খালাসের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাক্ষ্য নেয়া শেষে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ জুন সন্ধ্যায় হালসা বাজার থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র অনন্ত চক্রবর্তী অন্তু অপহৃত হয়। পরে মোবাইলফোনে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পাওয়ায় অন্তুকে হত্যা করেন তারা।

ওই দিন রাতেই পুলিশ ও র‌্যাব-৫’র সদস্যরা হালসা গ্রামের আশরাফ, শাহজাহান ও মামুনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, হালসা মাদরাসার পাশের একটি পানের বরজে পুঁতে রাখা অন্তুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অন্তুর বাবা অশোক চক্রবর্তী বাদী হয়ে নাটোর সদর থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ আশরাফ, শাহজাহান ও মামুনের নামে আদালতে চার্জশিট দেয়।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh