• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৫ সেকেন্ডের ঝড়েই ল'ণ্ডভ'ণ্ড ঘরবাড়ি

ঝিনাইদহ প্রতিনিধি

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২১, ১৩:১৭
১৫ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় ঝড়ের তাণ্ডবে প্রায় অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এ সময় প্রায় ৩ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ মে) বিকেলে থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই শুরু হয় ঝড়। এ সময় ১৫ থেকে ২১ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ১শ’ মিটারের মতো ব্যাস ধারণ করে ২ কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কারণে অর্ধশত কাঁচা-পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় শতশত গাছপালা। ঝড়ের কবলে পড়ে নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের শুকনা খাবার দেয়া হচ্ছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি লন্ডভন্ড
ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
X
Fresh