• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড়ের আগেই জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২১, ১৫:২২
ঘূর্ণিঝড়ের আগেই জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত
জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে ও জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ৪০টি গ্রাম এখন পানি নিচে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক পরিবার। হাজার হাজার পরিবারের বসত ঘরের মধ্যে হাঁটু পানিতে তলিয়ে রয়েছে।

এদিকে জেলার মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা, বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাট ও মোংলা উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। এসব এলাকার বাড়ি-ঘরে জোয়ারের পানি ঢুকে পড়ায় অনেকেই রান্না করতে পারছেন না বলে জানিয়েছেন। জোয়ারের পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়া পরিবারগুলো অবর্ণনীয় দুর্দশায় পড়েছে।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট পানি বেশি হয়েছে। পানি নেমে গেলে কৃষির তেমন ক্ষতি হবে না।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
মোংলায় আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
X
Fresh