• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রাকের চাপায় পিষ্ট হলেন মা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১২:১৬

নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে নিহতের স্বামী মিলনের চোখের সামনেই।

মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টার দিকে ওই এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত নূরজাহান (৩২) উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী।

মিলন বলেন, আজ মঙ্গলবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে ক্ষেত থেকে সবজি তোলার জন্য যাচ্ছিলাম। এ সময় আমি ও ছেলে মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও মেয়ে জান্নাতুল (৪) পার না হয়ে মহাসড়কের পাশে কাঁচামাটিতে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও মেয়ে জান্নাতুলের দিকে যাচ্ছিল। ওই সময় মৃত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী নূরজাহান মেয়ে জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়।’

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, এক নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।

জিএম/পি

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর হাতে বাবা খুন
X
Fresh