• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ০৮:৫১
পদ্মা সেতু দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর 
দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

ফরিদপুরের নগরকান্দার জয় বাংলা মোড় এলাকায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নড়াইলের ৩ তরুণ নিহত হয়েছে।

সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুর্য (২২) নড়াইল শহরের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল জমাদ্দারের ছেলে, রাউফুর রহিম (২২) মহিষখোলার বাসিন্দা গাজী আমিনুর রহমানের ছেলে ও সান (২৩) আলাদপুর এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। নিহত ৩ জনই ২০১৬ সালে নড়াইল সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আনন্দে কয়েক বন্ধু মিলে দুপুরে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাওয়া-ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের নগরকান্দা জয় বাংলার মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রাফি ও তুর্য ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত সানকে (২৩) চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

নিহত রাউফুর রহিমের চাচা গাজী মাহফুজুর রহমান জানান, তারা তিন বন্ধু সোমবার দুপুরে মাওয়া এলাকায় পদ্মা সেতু দেখতে গিয়েছিলো।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, ফরিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের ৩ জনের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি।

জিএম

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন..

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ কম
X
Fresh