• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশ বক্সে আইইডি নিষ্ক্রিয় করা হলো রোবট দিয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ২২:২৮
পুলিশ বক্সে আইইডি নিষ্ক্রিয় করা হলো রোবট দিয়ে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বস্তায় পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল রোবট ব্যবহার করে নিষ্ক্রিয় করেছে।

আজ সোমবার (১৭ মে) রাত ৮টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বোমাটি নিস্ক্রিয় করে।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ বক্সের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট একটি ব্যাগের ভেতরে বোমা সাদৃশ্য দেখতে পায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র‌্যাব সদস্যরা ট্রাফিক পুলিশ বক্সটি ঘিরে রাখে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা ডিসপোজাল ইউনিট ব্যাগের ভেতরে রিমোট চালিত বোমাটি রোবট দিয়ে নিস্ক্রিীয় করে। তবে বোমাটি কেবা কারা রেখে গেছেন তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরই খেয়ে দুই শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
তরুণদের ৪১ শতাংশ কাজে নিষ্ক্রিয়, মেয়েরা বেশি
জামালপুরে সেই মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
X
Fresh