• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ২১:০৪
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন মিয়া (১৩) নামে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৭ মে) সন্ধ্যায় চরাঞ্চলের পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত ইয়াসিন মিয়া কাচারিকান্দি গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সংঘর্ষে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলে আসছিল। পূর্ব এই বিরোধের জের ধরে সন্ধ্যায় দুপক্ষের সমর্থকরা টেঁটা বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় ইয়াসিন মিয়া নামে এক কিশোরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন ফজলুল হকের ছেলে শাহ আলম পক্ষের বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে আহতদের মধ্যে একজনকে উপজেলা হাসপাতালে ও অন্যান্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় সংঘর্ষ চলছিল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh