• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কর্মস্থলে ফিরছে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১২:২৫
কর্মস্থলে ফিরছে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ
কর্মস্থলে ফিরছে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ

ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ-পথ হয়ে তারা কর্মস্থলে ফিরছেন।

রোববার (১৬ মে) সকালে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

জানা গেছে, ৩০টি প্রাইভেট কার, ৬টি মাইক্রোবাস, ২০টি মোটর সাইকেল এবং ৩ শতাধিক যাত্রী নিয়ে সকাল সাড়ে ৯টায় রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ৪ নং পন্টুনে আসে রোরো ফেরি ভাষা শহীদ বরকত। অন্যদিকে সোয়া ৯টায় ২ শতাধিক মোটরসাইকেল এবং কিছু ছোট গাড়িসহ ৩ শতাধিক যাত্রী নিয়ে আসে রোরো ফেরি শাহ জালাল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬ টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৪টি ফেরি সচল রয়েছে। যাত্রী ও যানবাহন আসা মাত্র ফেরি দিয়ে পার হতে পারছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh