• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, পুলিশসহ আহত ৭

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ০৮:৫৮
চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, পুলিশসহ আহত ৭
চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, পুলিশসহ আহত ৭

পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে স্থগিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় প্রায় ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) রাতে ওই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সোবাহানও আহত হয় বলে জানান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

আহতরা হলেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. হনিফ খান (৪৫), মুনান খান (১৯), মিজান শেখ (৩৮), তন্ময় গাজী (২০), লিটন খান (৪০) ও তাজুল ইসলাম (২২)।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান দাবি করেন, রাত সাড়ে ৮টায় কদমতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিহাব শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তিনিসহ ৭ জন আহত হন।

এদিকে সংঘর্ষে আহত সদর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সোবাহান, কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী হানিফ খানসহ ৭ জন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত মুনান খান ও মিজানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশেও আহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাশবাহী প্রাইভেটকার খাদে, পুলিশসহ আহত ৭
চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫
X
Fresh