• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বজ্রাঘাতে আম বাগানে প্রাণ গেলো ৩ জনের

স্টাফ রিপোর্টার (রাজশাহী) আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ২০:১৬
প্রতীকী ছবি।

ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (১৫ মে) রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামে একটি বাগানে আম পাড়তে গিয়ে বজ্রাঘাতে দুর্গাপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮ ) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)। তারা বাগমারায় আম পাড়ার কাজে গিয়েছিলেন।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল এলাকায় আম পাড়তে গেলে বিকেলে সেখানে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

অন্যদিকে বাঘা উপজেলার বাউশায় জহুরুল ইসলাম বাবু (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh