• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতফেরত মিজানুরের শরীরে করোনা শনাক্ত

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৯:২৩
প্রতীকী ছবি।

ভারতফেরত মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঈদের দিন শুক্রবার (১৪ মে) তার করোনা পজিটিভ খবর আসে। চট্টগ্রাম উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম পুরানগড় এলাকার মাহমুদুর রহমানের ছেলে মিজানুর।

পজিটিভ হওয়ার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদারকে সঙ্গে নিয়ে তার বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। মিজানুরকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য প্রেরণ করেছেন তারা।

মিজানুর রহমান জানান, গত এপ্রিল মাসে ভারতে যান ভাগ্নির চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে আসার সময় ভারতের ত্রিপুরা রাজ্য গত ৮ মে করোনা পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল আসে নেগেটিভ। তার পরের দিন বর্ডার পাস নিয়ে দেশে আসেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আবারও করোনা পরীক্ষা করা হয়। সেখানেও রিপোর্ট আসে নেগেটিভ। পরবর্তীতে গত ২৯ রমজানের সময় আবার করোনা পরীক্ষা করার জন্য নমুনা নেওয়া হয়। এই পরীক্ষায় গতকালশুক্রবার ঈদের দিন রিপোর্ট আসে করোনা পজিটিভ।

তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
X
Fresh