• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদের জামা না পেয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০ 

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৮:৪৬
ঈদের জামা না পেয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০ 
ফাইল ছবি

পটুয়াখালী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামে ছেলের জন্য ঈদের নতুন জামা না পেয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাদল (৩৫), লুৎফা (৩০), ফকু হাওলাদার (৪০), আবুল কাশেম (৫৫), মিন্টু হাওলাদার (২৬), রাসাদুল (৩০), সোহাগসহ (২৫) ১০ জন আহত হন।

স্থানীয়রা জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামের বাদল হাওলাদারের ৬ বছরের ছেলে লিমন মিয়াকে ঈদে নতুন জামা কিনে দিতে পারেনি। এ নিয়ে স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে বৃহস্পতিবার (১৩ মে) রাতে ঝগড়া হয়।

পরে সকালে লুৎফা মোবাইল ফোনে তার ভাইদেরকে জানায়। এই সংবাদ পেয়ে ভাইয়েরা এসে বাদলসহ বাড়ির লোকজনকে মারধর করে। এ সময় সংঘর্ষে বাদল (৩৫), লুৎফা (৩০), ফকু হাওলাদার (৪০), আবুল কাশেম (৫৫), মিন্টু হাওলাদার (২৬), রাসাদুল (৩০), সোহাগসহ (২৫) ১০ জন আহত হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
X
Fresh